সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। গোটা দেশের মধ্যে হোটেল এবং তথ্যপ্রযুক্তি শিল্পে সেরা শিরোপা জিতে নেওয়ার পরে এবারের নির্মাণ শিল্পেও দেশ এবং বিদেশের শিল্পপতিদের কাছে বিনিয়োগের শ্রেষ্ঠ গন্তব্য হিসেবে নিজের জায়গা করে নিতে শুরু করেছে বাংলা।
ইতিমধ্যেই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বেশিরভাগ প্রথম সারির প্রত্যেকটি তথ্যপ্রযুক্তি সংস্থার নিজেদের দফতর খুলেছে কলকাতায়।
পাশাপাশি ডাটা সেন্টার তৈরির জন্যও এগিয়ে এসেছে রিলায়েন্স থেকে শুরু করে এয়ারটেল এবং বিভিন্ন বিদেশি সংস্থা।
অন্যদিকে কলকাতার নিউ টাউনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই হাব তৈরির কথা ঘোষণা করেছে আইটিসি ইনফোটেক।
এবারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের পাশাপাশি শুধুমাত্র বাংলায় ১৮০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইটিসি।
Kolkata Fastest Developing City : তিলোত্তমার মুকুটে নতুন পালক, বিশ্বের সেরা ১১ শহরের তালিকায় কলকাতা
জানা গিয়েছে আগামী দু তিন বছরের মধ্যে এই অর্থাৎ ২০২৮ সালের মধ্যে বাংলায় বিলাসবহুল হোটেল রিসোর্ট এবং অন্যান্য নির্মাণ শিল্পে এই বিপুল অঙ্কের প্রায় 1800 কোটি টাকা বিনিয়োগ করবে আইটিসি গোষ্ঠী।
ITC Ltd is strengthening its ties with Bengal.
Besides setting up a global AI hub of ITC Infotech in New Town, the company is investing in a slew of projects.The total investment in these projects would be around Rs 1,800 crore in the next 2-3 years.
ইতিমধ্যেই গত সাত-আট বছরের মধ্যে বাংলায় আইটিসি গোষ্ঠীর বিনিয়োগের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ৭৫০০ কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই তার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
নিউটাউনে আইটিসি যে গ্রীন সেন্টার ক্যাম্পাস তৈরি হচ্ছে। সেখানে গড়ে উঠবে গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত দক্ষতা বাড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে বাংলার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মদক্ষ করে তুলবে।
ITC already had 17 manufacturing facilities, and the company is also putting up an integrated logistics hub at Panchla, Howrah. ITC also commenced production at its state-of-the-art facility for personal care products.
For tourism, six new ITC hotels will be coming up in Siliguri, Kalimpong, Shantiniketan, and near Kolkata. Additionally, the company was also working with over 1.7 lakh farmers across agri value chains like milk, potato, wheat, and others in Bengal.