ব্রেকিং
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • IPL Auction Rishabh Pant: 2025 আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন ঋষভ পন্থ, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের

IPL Auction Rishabh Pant: 2025 আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন ঋষভ পন্থ, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। 2025 আইপিএল মরসুমের(IPL 2025) মেগা নিলামকে পাখির চোখ করে বসে রয়েছেন দেশ-বিদেশের খেলোয়াড়রা। 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় এই কঠিন প্রতীক্ষার অবসান হবে। তবে মেগা নিলামের আগেই আইপিএলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 6 জন করে....

IPL Auction Rishabh Pant: 2025 আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন ঋষভ পন্থ, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • IPL Auction Rishabh Pant: 2025 আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হবেন ঋষভ পন্থ, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। 2025 আইপিএল মরসুমের(IPL 2025) মেগা নিলামকে পাখির চোখ করে বসে রয়েছেন দেশ-বিদেশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

2025 আইপিএল মরসুমের(IPL 2025) মেগা নিলামকে পাখির চোখ করে বসে রয়েছেন দেশ-বিদেশের খেলোয়াড়রা। 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় এই কঠিন প্রতীক্ষার অবসান হবে। তবে মেগা নিলামের আগেই আইপিএলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 6 জন করে খেলোয়াড় ধরে রেখেছে দলগুলি।

যাদের মধ্যে সবচেয়ে বেশি দামে সানরাইজার্স হায়দরাবাদে রিটেইন করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার-ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন(23 কোটি)।

প্রোটিয়া খেলোয়াড়ের পরই সবচেয়ে বেশি দামে দল ধরে রেখেছেন বিরাট কোহলিও (21 কোটি)। তবে এবার ক্লাসেন-বিরাটদের ছাড়িয়ে যেতে পারেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ(Rishabh pant)। এমনটাই দাবি করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পা। পন্থকে(Rishabh pant) নিয়ে ভবিষ্যদ্বাণী করে খেলোয়ার জানিয়েছেন, আসন্ন 2025 আইপিএলের মেগা নিলামে ঋষভ পন্থের(Rishabh pant) দাম উঠবে 25-28 কোটি টাকা।

উথাপ্পা ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন দিল্লি ক্যাপিটালস পন্থকে ধরে না রাখায় আসন্ন আইপিএল মেগা নিলামে ভারতের এই তরুণ খেলোয়াড় সবচেয়ে হাইপ্রোফাইল ক্রিকেটারদের তালিকায় প্রথমে থাকবেন।

আশা করা হচ্ছে, মূলত চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের মত দলগুলি বেশি টাকা(25-28 কোটি)দিয়ে ঋষভ পন্থকে নিজেদের দলে রাখতে চাইবে।

ঋষভ পন্থের ভবিষ্যত প্রসঙ্গে Jio Cinema-র এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা বলেন, ‘তার মতে ঋষপ পন্থকে ফ্রাঞ্চাইজি গুলি 25-28 কোটি টাকা দিয়ে কিনতে পারে। কাজেই আসন্ন নিলাম পর্বে তিনিই সবচেয়ে হাইপ্রোফাইল অর্থাৎ দামি খেলোয়াড় হয়ে উঠবেন। পন্থের মত একজন খেলোয়াড়কে কেনার সুযোগ হাতছাড়া করবে না কোনও দলই। বিশেষ করে পাঞ্জাব কিংস সবার প্রথমে চাইবে ঋষভকে তাদের দলে রেখে দিতে। কেননা, ঋষভ পন্থ থাকলে ঝড়ের গতিতে রান তোলা ও ভাল উইকেট কিপিং দুই কাজই হবে পাঞ্জাবের।’

প্রসঙ্গত, রবিন উথাপ্পার সাথে সহমত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও। তার মতে, ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পরিচিতি অর্জন করবেন ঋষভ পন্থ। যেকোনও মূল্যে তাকে কিনতে ঝাঁপিয়ে পড়বে পাঞ্জাব কিংস। তবে পাঞ্জাব দলে না হলেও ঋষভের জন্য অন্যতম সেরা গন্তব্য হবে আরসিবি। যদিও প্রায় প্রতিটি দলই তাকে কেনার জন্য ঝাঁপাবে।’

আজকের খবর