সুমন তরফদার। কলকাতা সারাদিন।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে এই বৈঠক হবে। তৃণমূল সুপ্রিমো ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ অন্যান্য নেতারা। আর মাত্র দেড় বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন।
নির্বাচনে ভালো ফলের লক্ষ্যে সময় থাকতেই কোমর বেঁধে মাঠে নামতে চায় জোড়াফুল শিবির। বৈঠকে ভোটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর কিছুদিন পরেই লোকসভা ও বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে। লোকসভায় দলের সংসদরা কীভাবে কাজ করবেন, তা কর্মসমিতির বৈঠকে ঠিক হতে পারে। এছাড়া রাজ্য বিধানসভার অধিবেশন নিয়েও তৃণমূলের বৈঠকে আলোচনা হতে পারে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কংগ্রেসের কয়েকজন প্রথম সারির নেতার সঙ্গে কথা বলেছেন। লোকসভায় বিজেপিকে চাপে রাখায় মূল লক্ষ্য তৃণমূল সুপ্রিমোর।
আগামী সোমবার থেকেই রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। লোকসভার অধিবেশনও শুরু হবে সোমবার থেকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধিবেশনে দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও ওই বৈঠকে দিতে পারেন মমতা। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলেও প্রথম দিন সাধারণত শোকপ্রস্তাব পাঠ ছাড়া তেমন কিছু হয় না। ওই দিন বিকেলেই জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন দলনেত্রী। অন্যদিকে, লোকসভা এবং বিধানসভা, উভয় ক্ষেত্রেই শীতকালীন অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকতে চলেছে ওয়াকফ বিল প্রসঙ্গ। যা নিয়ে উভয় ক্ষেত্রেই সভা উত্তাল হতে পারে। তৃতীয় মোদী সরকার ক্ষমতায় এসেই ওয়াকফ সংশোধনী বিল আনে সংসদে, যা লোকসভায় পেশ হওয়ার পরেই পর্যালোচনার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠান স্পিকার ওম বিড়লা। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট সংসদে জমা দেওয়ার কথা। কিন্তু কমিটিতে থাকা বিরোধীদের দাবি, বিলের একাধিক বিষয় নিয়ে এখনও আলোচনার প্রয়োজন রয়েছে। সেই কারণে ওই কমিটির আরও বৈঠক দরকার। ফলে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই যে ওয়াকফ বিল নিয়ে উত্তেজনার পারদ চড়বে, তা অনুমেয়। আবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়াকফ বিল আনার ভাবনাচিন্তা রয়েছে শাসক শিবিরের। বিরোধীদের সঙ্গে এ বিষয়ে কী ভাবে আলোচনা চলবে, লোকসভায় ওয়াকফ প্রসঙ্গে তৃণমূলের অবস্থান কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সাংসদ এবং বিধায়কদের সোমবারের বৈঠকে নির্দেশ দিতে পারেন মমতা।
গত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই এনিয়ে দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকাও পাঠিয়েছেন তাঁরা।
সেই তালিকায় মমতা কাটাছেঁড়া করেছেন কি না, তা এখনও জানা যায়নি। সোমবার কর্মসমিতির বৈঠকে সাংগাঠনিক রদবদল নিয়েও আলোচনা হতে পারে।
রাজ্যের ৬ কেন্দ্র সম্প্রতি উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এই সবকটি আসনেই তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। ফলে বৈঠকে তৃণমূলের এই উপনির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা হতে পারে। আরজি কর কাণ্ডের পর এই প্রথম সাংগঠনিক বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দলের নেতাদের তিনি বিশেষ কোনও বার্তা দেন কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। সূত্রের খবর, শুক্রবার থেকেই তৃণমূলের নেতাদের হাতে বৈঠকের আমন্ত্রণপত্র পৌঁছে যাব।