সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
কয়েকদিন আগেই সর্বভারতীয় সমীক্ষা রিপোর্টে জানা গিয়েছিল গোটা দেশের তুলনায় বাংলায় চলতে অর্থ বর্ষে মুদ্রাস্ফীতির হার সবথেকে কম।
এমনকি করো না পরবর্তী সময়ে গোটা দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে যে ভাটা পড়েছিল তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি কর্মসংস্থানের যোগান হয়েছিল কলকাতায়।
স্বাভাবিকভাবেই এই সমস্ত ফ্যাক্টরির ওপরে নির্ভর করে ভারতের অন্যতম বিনিয়োগবান্ধব রাজ্য হিসেবে উঠে এসেছে বাংলা।
কয়েকদিন আগেই প্রথমবারের জন্য কলকাতা এসে পৌঁছেছিল ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দল। এই বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা প্রায় সকলেই ইতিমধ্যে বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় চুক্তি স্বাক্ষর করেছেন কলকাতায় এসে।
শুধু তাই নয় পূর্ব ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন কলকাতার সেমিকন্ডাক্টর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী বৃটেনের শিল্পপতিরা।
এই পরিস্থিতিতে কলকাতা সহ বাংলার বিভিন্ন শহরে রিয়েল এস্টেট শিল্পকে চাঙ্গা করার জন্য বিপুল অঙ্কের বিনিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করল ইমামি গোষ্ঠী।
বাংলায় শুধুমাত্র রিয়েল এস্টেট ক্ষেত্রে সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ইমামি রিয়েলটি।
Emami Realty plans Rs. 4500 crore realty projects in West Bengal.
জানা গিয়েছে কলকাতা নিউ আলিপুরে ইতিমধ্যেই ঘোষিত রেল এস্টেট প্রকল্প ইমামি আমোদ, জোকায় প্রস্তাবিত রেল স্টেট প্রকল্প, হুগলির কোন্নগরে নতুন অত্যাধুনিক মানের টাউনশিপ তৈরি ছাড়াও বেশ কয়েকটি রিয়েল এস্টেট প্রকল্প বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে ইমামি রিয়েলটি।
Key projects include Emami Aamod in New Alipore, developments in Joka, Station Road, Motilal Gupta Road, Basanti Cotton Mill, and a township in Konnagar, Hooghly. Existing projects are alsoin progress.