ডেঙ্গু সর্তকতায় এবার গ্রামের মানুষকে সচেতন করতে পথে নামল আমতার সোনামুই সাবালয় প্রাথমিক বিদ্যালয়।
এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা হাতে ডেঙ্গু সচেতনতার প্ল্যাকার্ড নিয়ে গ্রামে ঘুরে ডেঙ্গু নিয়ে গ্রামের মানুষকে সচেতন করে।
পাশাপাশি এদিন বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার পাত্র জানান মূলত ডেঙ্গু নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে এই উদ্যোগ।
তিনি জানান অভিভাবকেরা নিজ নিজ এলাকায় গিয়ে ডেঙ্গু নিয়ে সাধারন মানুষকে সচেতন করবেন।