মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন।
প্রবল চাপের মুখে শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল (Interpol)। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (Bangladesh Court) চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। যা নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যার বিপদ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
এমনকী আগামিদিনে ভারতের মাটিতেও সুরক্ষিত তিনি? এহেন নোটিশ জারির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে মহম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ইন্টারপোল হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। আর মাধ্যমে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ইউনূস সরকার ফেরত আনবে এবং বিচারের আওতায় নিয়ে আসবে। অপরাধের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি তাজুল সাহেবের। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ ছেড়ে ভারতের নিরাপত্তা বলয়ে রয়েছেন শেখ হাসিনা। যদিও গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধেও।
যারা সবাই বর্তমানে ভারত সহ বিশ্বের একাধিক জায়গায় লুকিয়ে।
তাঁদের সবাকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ হয় বাংলাদেশ সরকার। রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। সেই মতো আজ রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের তরফে জারি করা হল রেড কর্নার নোটিশ। যা ভারত সহ হাসিনার বিরুদ্ধে চাপ বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে ভারতের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এই খবর সামনে আসতেই জল্পনা উঠছে, তাহলে যে কোনও সময় গ্রেফতার?
Sheikh Hasina: কাদের নামে জারি হল নোটিশ
শেখ হাসিনা ছাড়াও বোন শেখ রেহানার বিরুদ্ধেও জারি হয়েছে নোটিশ।
পাশাপাশি শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, প্রাক্তন আইজিপি আবদুল্লাহ মামুন, ডিবি হারুন, পুলিশের প্রাক্তন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার সহ একাধিক নাম আছে।