শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দুনিয়ায় বাজার কাঁপাচ্ছে ChatGPT, Gemini। তবে এবার এই দুই সংস্থাকেই টেক্কা দিতেই হাজির মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা। সম্প্রতি তারা নতুন এআই মডেল লামা ৪ (Llama 4) চালু করেছে। এই মেটা লামা ৪ মডেলটি সিরিজের দুটি সংস্করণ চালু করেছে– লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে।
লামা ৪ ম্যাভেরিক: খুবই উন্নত মডেল। ওপেনএআই জিপিটি-৪ এবং গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতার জন্য এটির ডিজাইন।
লামা ৪ একটি মাল্টিমডেল। টেক্সট, ছবি এবং ভিডিয়ো ডেটা বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে। মডেলটি টেক্সট এবং ভিজ্যুয়াল দুটির সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারে।
মেটা কোম্পানি বর্তমানে আরেকটি মডেল লামা ৪ বেহেমথ নিয়েও কাজ করছে। মার্ক জুকারবার্গ এটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল হিসেবে বর্ণনা করেছেন। কোম্পানির দাবি, এটাই হবে সবচেয়ে স্মার্ট এলএলএম গুলির একটি।
মেটার এই নতুন এআই মডেলটি প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং আগামীদিনে এটি এআইয়ের জগতে বিশাল পরিবর্তন আনবে। লামা ৪ এখন মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ভালো এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।
নতুন এআই মডেল নিয়ে মেটার দাবি
মেটার দাবি, লামা 4 স্কাউটের একটি ১০ মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো রয়েছে ৷ যা এআই মডেলের কার্যকরী মেমোরি। মেটার তরফে উল্লেখ করা হয়েছে, এটি একটি একক এনভিডিয়া এইচ ১০০ জিপিইউতে ফিট করা যায়।