শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
তীব্র গরমে ঠান্ডা ঘরের প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। ফ্যান বা সাধারণ এসি দিয়ে অনেক সময় আরাম পাওয়া যায় না। আবার প্রতিটি ঘরে (home) আলাদা আলাদা এসি বসালে খরচ যেমন বেশি, তেমনই রক্ষণাবেক্ষণও কষ্টসাধ্য। এর সহজ সমাধান হতে পারে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার।
সেন্ট্রাল এসি কী?
সেন্ট্রাল এসি একটি সিস্টেম, যেখানে একটি বড় মেশিন থেকে একাধিক রুমে পাইপলাইনের মাধ্যমে ঠান্ডা বাতাস সরবরাহ করা হয়। এটি মূলত অফিস, মল বা হোটেলগুলিতে ব্যবহৃত হলেও এখন অনেকেই বাড়ির জন্য এটি বেছে নিচ্ছেন।
কেন বাড়ির জন্য সেন্ট্রাল এসি?
প্রতিটি ঘরের জন্য আলাদা এসির প্রয়োজন নেই
বিদ্যুৎ সাশ্রয়ী অপশন
সুন্দর ও পরিপাটি লুক
দীর্ঘস্থায়ী এবং কম মেন্টেন্যান্স
1BHK থেকে 3BHK – কত খরচ?
ফ্ল্যাট টাইপ আনুমানিক খরচ (টাকা)
1BHK ৫০,০০০ – ৯০,০০০
2BHK ১,০০,০০০ – ১,৮০,০০০
3BHK ২,০০,০০০ – ৩,০০,০০০
খরচের পরিমাণ নির্ভর করে ফ্ল্যাটের আয়তন, ইনসুলেশন ও ব্র্যান্ডের ওপর।
কেন সেন্ট্রাল এসি আরও সাশ্রয়ী?
একটি ইউনিট দিয়ে পুরো ঘর ঠান্ডা করা যায়। বারবার এসি অন-অফ করতে হয় না। এর ফলে বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে কম।
ইনস্টলেশন প্রসেস:
সেন্ট্রাল এসি ইনস্টলেশনের জন্য প্রফেশনাল হেল্প নেওয়াই সঠিক। এটি একবার ইনস্টল করানোর পর দীর্ঘদিন কার্যকরভাবে কাজ করে। যদি আপনি ফ্ল্যাটে থাকেন এবং গরমে এসির জন্য বেশি খরচ না করে গোটা ঘর ঠান্ডা করতে চান, তাহলে সেন্ট্রাল এসি হতে পারে আপনার জন্য পারফেক্ট সলিউশন।
মাত্র ৫০,০০০ টাকা খরচ করে আপনি সহজেই আপনার ঘরে পেতে পারেন অফিস বা মলের মতো হাড় কাঁপানো ঠান্ডা! আর, ভয়ংকর গরমের মধ্যেও থাকুন বেশ আরামেই।