আজকের ব্যস্ত জীবনে অনেকেই এমন স্মার্টফোন খুঁজছেন যেটি দীর্ঘ সময় চার্জ না দিয়েও টানা ব্যবহার করা যায়। আর সেই প্রয়োজনেই এখন স্মার্টফোনের বড় ব্যাটারি ক্যাপাসিটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হয়ে উঠেছে।
যারা দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা চান, তাদের জন্যই বাজারে এসেছে কিছু শক্তিশালী ফোন। এই প্রতিবেদনে রইল এমনই তিনটি 7000mAh battery fast charging smartphone যা আপনাকে বারবার চার্জিংয়ের ঝামেলা থেকে মুক্তি দেবে।
Realme GT 7T
Realme GT 7T হল এই তালিকার অন্যতম আকর্ষণীয় ফোন। এতে রয়েছে বিশাল ৭০০০mAh ব্যাটারি ও অত্যাধুনিক ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। কোম্পানির দাবি, মাত্র ১৫ মিনিটেই ৫০% চার্জ হয়ে যাবে ফোনটি।
ফিচার হাইলাইটস:
MediaTek Dimensity 8400 Max চিপসেট
৬.৮ ইঞ্চি ১২০Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
সর্বোচ্চ ১২ জিবি RAM
এই ফোন গেমিং, মাল্টিটাস্কিং ও কনটেন্ট ভিউয়িং সব ক্ষেত্রেই পারফরম্যান্সে নির্ভরযোগ্য।
iQOO Neo 10
iQOO Neo 10 হল ফ্ল্যাগশিপ গ্রেড স্মার্টফোন যার মূল আকর্ষণ ৭০০০mAh ব্যাটারি ও ১২০W ফাস্ট চার্জিং। মাত্র ১৯ মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
ফিচার হাইলাইটস:
Snapdragon 8s Gen 4 চিপসেট
৬.৭ ইঞ্চি AMOLED প্যানেল, ১৪৪Hz রিফ্রেশ রেট
৫৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস
৫০MP প্রাইমারি ক্যামেরা
এটি বিশেষভাবে উপযোগী হেভি ইউজারদের জন্য যারা উচ্চ পারফরম্যান্স চায়।
OPPO K13 5G
OPPO K13 5G এমন একটি ফোন যা দীর্ঘমেয়াদে ব্যাটারির পারফরম্যান্স বজায় রাখবে। এতে রয়েছে ৭০০০mAh ব্যাটারি ও ৮০W ফাস্ট চার্জিং, যা মাত্র ৩০ মিনিটে ৬২% চার্জ করে দিতে সক্ষম।
ফিচার হাইলাইটস:
Snapdragon 6 Gen 4 প্রসেসর
৫০MP AI রিয়ার ক্যামেরা
১৬MP সেলফি ক্যামেরা
৬.৬৭ ইঞ্চি FHD+ ডিসপ্লে
ফোনটি দৈনন্দিন ব্যবহার ও মিডিয়া কনজাম্পশনের জন্য আদর্শ।
যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন এবং বারবার চার্জিংয়ের ঝামেলা চান না, তাদের জন্য এই তিনটি 7000mAh battery fast charging smartphone নিঃসন্দেহে সেরা বিকল্প। Realme, iQOO ও OPPO—তিনটি ব্র্যান্ডই ব্যাটারি, পারফরম্যান্স ও চার্জিং স্পিডে একে অপরকে টেক্কা দিচ্ছে। আপনার চাহিদা অনুযায়ী বেছে নিন সেরা ফোনটি।