সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
কলকাতা মেট্রো রেলে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিলেন শুভ্রাংশু শেখর মিশ্র। তিনি Milind K. Deouskar-এর স্থলাভিষিক্ত হলেন। রেল মন্ত্রক থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শুভ্রাংশু শেখর মিশ্র ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (IRSME)-এর ১৯৮৮ ব্যাচের একজন সিনিয়র অফিসার। তিনি আইআইটি চেন্নাই থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতীয় রেলওয়ের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
এর আগে তিনি পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি (RCF)-এর জেনারেল ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF), চেন্নাই-তে Principal Chief Mechanical Engineer (PCME) পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রেলওয়ের উৎপাদন ইউনিট, রোলিং স্টক ম্যানেজমেন্ট, প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে তাঁর অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ।
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর প্রাক্তন জেনারেল ম্যানেজার Milind K. Deouskar ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় এক বছর পর তিনি এই পদ থেকে অবসর নেন এবং তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভ্রাংশু শেখর মিশ্র।
রেল সূত্রের খবর, নতুন জেনারেল ম্যানেজার হিসেবে শুভ্রাংশু শেখর মিশ্র কলকাতা মেট্রোর সম্প্রসারণ প্রকল্প, আধুনিকীকরণ, যাত্রী সুরক্ষা ও পরিষেবা উন্নয়নে বিশেষ জোর দেবেন। শহরের বাড়তে থাকা যাত্রী চাপ সামলাতে নতুন মেট্রো লাইন চালু, আধুনিক রোলিং স্টক এবং উন্নত অবকাঠামো নির্মাণে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, কলকাতা মেট্রো বর্তমানে একাধিক মেগা প্রজেক্ট যেমন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর, জোকা-তারাতলা লাইন, এবং নোয়াপাড়া-বারাসত সম্প্রসারণ প্রকল্প নিয়ে কাজ করছে। এইসব প্রকল্পের বাস্তবায়নে নতুন জেনারেল ম্যানেজারের দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।