সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায় নাম ঘোষণা করা হয়। এবার একদিন আগেই প্রকাশ্যে কলকাতা ও শহরতলির সেরা পুজোগুলির তালিকা। শনিবার, রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু ও অন্যান্য আধিকারিকরা। এবছর রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান পাচ্ছে কলকাতা ও লাগোয়া শহরতলীর ১১৩টি পুজো। এই পুজা কমিটিগুলি আগামী ৫ অক্টোবর রেড রোডের পুজো কার্নিভালে অংশ নেবে। এদিন জেলার সেরা পুজোগুলিরও তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’কে বিশ্ব বাংলা পুজোর অ্যালবাম এর পুরস্কার দেওয়া হয়েছে। এদিন ইন্দ্রনীল সেন বলেন,’অন্যান্য বছরের মতো এবছরও রেড রোড দুর্গা পুজো কার্নিভ্যালে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিদেশের থেকেও অসংখ্য পর্যটকেরা এই পুজো কার্নিভ্যালে অংশগ্রহণ করবেন।’
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পুজোর আগেই জানানো হয়েছিল, এ বছর সেরা পূজা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা থিম, সেরা পরিবেশবান্ধব উদ্যোগ, সেরা সামাজিক বার্তা, সেরা প্রচারপত্র, সেরা মিউজিক, সেরা আতিথেয়তা সহ আরও নানা বিভাগে পুরস্কার দেওয়া হবে। এবছর সেরার সেরা পুজো, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব-সহ মোট ৭ বিভাগে পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া বিশেষ পুরস্কার প্রাপক হিসেবে রয়েছে ২৬টি পুজো। কলকাতার বেশিরভাগ ছোট, বড় পুজো কমিটিই কোনও না কোনও বিভাগে পেয়েছেন বিশ্ব বাংলা শারদ সম্মান। এই বিভাগের সম্মানিত হয়েছে সবচেয়ে বেশি পুজো, ২৬টি।
সেই মতো আজ মহা পঞ্চমীর দিনেই এবারের পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করলেন এর রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী তথা বাংলার পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে রেড রোড দুর্গা পুজো কার্নিভ্যাল। এই কার্নিভ্যালে অংশগ্রহণকারী ১১৩ টি দুর্গোৎসবকে ‘বিশ্ব বাংলা শারদ’ সম্মানে ভূষিত করা হল। আগামী ৪ অক্টোবর বিভিন্ন জেলায় জেলায় দূর্গা পুজো কার্নিভ্যাল করা হবে।