কলকাতা সারাদিন ডিজিটাল ডেস্ক | অর্থনীতি সংবাদ
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য পেনশন একটি অপরিহার্য বিষয়। কেন্দ্র সরকার চালু করেছে এমনই একটি জনপ্রিয় স্কিম – অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই স্কিমে মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করলেই অবসরের পর আজীবন পেনশন পাওয়া যায়। বর্তমানে দেশের লক্ষ লক্ষ মানুষ এই যোজনায় যুক্ত হয়ে নিশ্চিন্ত জীবন কাটাচ্ছেন।
কী এই অটল পেনশন যোজনা?
অটল পেনশন যোজনা মূলত অবসরপ্রাপ্তদের নিয়মিত মাসিক আয়ের নিশ্চয়তা দেওয়ার জন্য ২০১৫ সালে চালু করা হয়। ১৮ থেকে ৪০ বছর বয়সের যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে আবেদন করতে পারেন। একবার নথিভুক্ত হলে, ৬০ বছর বয়সের পর থেকে নিশ্চিত পেনশন পাওয়া যায়।
কত জমালে কত পেনশন?
যদি ৩০ বছর বয়সে কেউ এই স্কিমে যুক্ত হন এবং মাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান, তবে তাঁকে মাসে প্রায় ৫৭৭ টাকা জমা করতে হবে।
অন্যদিকে, যদি ১৮ বছর বয়সেই কেউ যুক্ত হন, তবে তাঁকে মাসে মাত্র ২১০ টাকা জমা দিতে হবে এবং অবসরের পর মাসে ৫০০০ টাকা পেনশন পাওয়া যাবে।
এই টাকার পরিমাণ নির্দিষ্ট এবং আগে থেকেই জানা থাকে। ফলে আবেদনকারীরা জানেন ভবিষ্যতে কত আয় পাবেন।
সুবিধা ও বৈশিষ্ট্য
1. নির্দিষ্ট পেনশন: প্রতি মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার নিশ্চয়তা।
2. কম বিনিয়োগ, বেশি রিটার্ন: অল্প টাকা জমা করেই বড় সুবিধা মেলে।
3. সবার জন্য উন্মুক্ত: কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী বা সাধারণ নাগরিক – যে কেউ আবেদন করতে পারেন।
4. উত্তরাধিকারী সুবিধা: নথিভুক্ত ব্যক্তি মারা গেলে স্ত্রী বা সন্তান স্কিম চালিয়ে যেতে পারেন এবং পেনশনের সুবিধা পান।
কোথায় ও কীভাবে আবেদন করবেন?
অটল পেনশন যোজনায় আবেদন করতে নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে।
আবেদন ফর্ম (APY Form) পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (আধার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর) জমা দিতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিটের মাধ্যমে মাসিক প্রিমিয়াম কাটা হবে।
এছাড়াও অনলাইনে আবেদন করা যায় সিএসসি সেন্টারের মাধ্যমে।
কেন অটল পেনশন যোজনা বেছে নেবেন?
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অবসরের পর নিশ্চিত আয়ের উৎস থাকা অত্যন্ত জরুরি। অটল পেনশন যোজনা সাধারণ মানুষের নাগালের মধ্যে থেকে একটি নির্ভরযোগ্য পেনশন ব্যবস্থা গড়ে তুলেছে। এতে খুব অল্প বিনিয়োগেই জীবনভর নিশ্চিন্ত পেনশন পাওয়া যায়।
যোগ্যতা: ১৮-৪০ বছর বয়সের ভারতীয় নাগরিক
মাসিক বিনিয়োগ: ২১০ টাকা থেকে ৫৭৭ টাকা (বয়স অনুযায়ী)
পেনশন: ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা মাসিক
আবেদন: ব্যাংক, পোস্ট অফিস বা অনলাইন সিএসসি সেন্টার
এই স্কিম তাঁদের জন্য বিশেষভাবে লাভজনক, যাঁরা অবসরে আর্থিক নিরাপত্তা চান অথচ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে সক্ষম নন।