সুমন তরফদার। কলকাতা সারাদিন।
‘কোনও রকম আগাম নোটিশ ছাড়াই ডিভিসি ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে। এই অবিবেচকের মতো কাজ আমাদের উৎসবকালে কষ্ট চাপানোর স্পষ্ট চেষ্টা ছাড়া কিছু নয়।’ বাংলার মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এভাবে আরও একবার বাংলায় বন্যা তৈরীর চেষ্টার জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ডিভিসিকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবে শেষ হয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো। তার পরই রাজ্যকে না জানিয়ে ডিভিসি ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে উৎসবের মরশুমে সাধারণ মানুষ নিদারুণ সমস্যায় পড়বেন বলে মনে করছেন তিনি।
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিজয়া দশমীর মাধ্যমে দুর্গা পুজা সবে শেষ হয়েছে। এটা আনন্দ, উচ্ছ্বাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়া হল না। কোনও রকম পূর্বনোটিশ ছাড়াই ডিভিসি ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে। এই অবিবেচকের মতো কাজ আমাদের উৎসবকালে কষ্ট চাপানোর স্পষ্ট চেষ্টা ছাড়া কিছু নয়।’
এর আগেও বহুবার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দামোদর ভ্যালি কর্পোরেশন নিজেদের ইচ্ছেমতো বাংলার সরকারকে না জানিয়ে অতিরিক্ত জল ছেড়ে দেওয়ায় দক্ষিন বঙ্গের অধিকাংশ জেলার পাশাপাশি বাংলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয় বলে অভিযোগ তুলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসির নিয়ন্ত্রিত বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া শুরু হয়েছে। মাইথন থেকে ৩২ হাজার ৫০০ ও পাঞ্চেত থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুটি বাঁধ থেকে মোট ৬৫ হাজার কিউসেক জল দামোদর নদী হয়ে আসছে। অতিরিক্ত জলছাড়ার ফলে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা লেখেন, ‘এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একবারেই গ্রহণযোগ্য নয়। জল ছাড়ার আগে সতর্ক না করে লক্ষ লক্ষ বাঙালির জীবন বিপন্ন করেছে ডিভিসি। এটি একবারেই কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি ডিভিসি-দ্বারা সৃষ্ট এক দুর্যোগ। আমি স্পষ্ট করে বলে দিচ্ছে, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। এই রাজ্যের মানুষের বিরুদ্ধে করা প্রতিটি ষড়যন্ত্র শক্তভাবে প্রতিহত করা হবে। বাংলাবিরোধী যেকোনও ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াব। সত্যের জয় হবে। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই। জয় মা দুর্গা!’