শোভন গায়েন। কলকাতা সারাদিন।
পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তমলুকের নিমতৌড়িতে ঠাকুর তৈরির কারখানায় লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাইরোড সংলগ্ন গণপতি নগরে উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরির কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় ৫০টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনেই লক্ষ্মীপুজো, তারপরে কালীপুজো। সেই কারণেই প্রতিমাগুলি তৈরি করা হয়েছিল।
শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। কোনওটার মাথা ভেঙে দেওয়া হয়েছে। কোনওটার হাত। উল্টে দেওয়া হয়েছে প্রতিমা-সহ কাঠামো। শুভেন্দুর আরও অভিযোগ, এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই রকম মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোটের জন্য রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিয়ে বসে আছে।
এমন অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গত কাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে, উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরীর কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য তৈরী করা হচ্ছিল।
এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুর্তি ভাংচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছেন। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই। আমি পুলিশ প্রশাসন কে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলব। নাহলে এই ধরনের জেহাদিদের উৎপাৎ আরোও বাড়তেই থাকবে।’