সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
দীর্ঘ জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বাংলার ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হল। বাকি পড়ে থাকল আরও ৭টি বিশ্ববিদ্যালয়। রাজ্য ও রাজ্যপালের ঐকমত্যের ভিত্তিতে স্থায়ী উপাচার্য পাচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলি।
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন নিয়ে আচার্য তথা রাজ্যপাল ও রাজ্য সরকার সহমত পোষণ করেছেন। ফলে এই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে আর কোনও বাধা রইল না। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের যে ক’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আচার্যের সঙ্গে রাজ্যের দ্বিমত দেখা দিয়েছে, সেই জটিলতা মেটাতে এ বার রাজ্য সরকার ও আচার্যের আইনজীবীদের সঙ্গে ‘ইন চেম্বার’ বৈঠক করবেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক আশুতোষ ঘোষ। (এর আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদের দায়িত্ব সামলেছেন।) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। (এর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ওম প্রকাশ মিশ্র। (এর আগে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন।) বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক আবু তালেব। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক আশীষ ভট্টাচার্য। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক উদয় বন্দোপাধ্যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক অর্ণব সেন।
রাজ্যের ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগে ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছিল। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটিতে ইন্টারভিউ হয়েছে এবং অবশিষ্ট ১৫টির মধ্যে ৮টিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হল। যার মধ্যে কলকাতা ও যাদবপুরের মতো উল্লেখযোগ্য নামগুলি রয়েছে। যদিও সূত্রের খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেনের নামে আপত্তি জানিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।