সুমন তরফদার। কলকাতা সারাদিন।
শুভেন্দু এফেক্ট! শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মাটিতে পা দিতে না দিতেই বড়োসড়ো ভাঙন বিজেপিতে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড়সড় ভাঙন ধরল গেরুয়া শিবিরে। মাদারিহাট উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া রাহুল লোহার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন। ঘাসফুল পতাকা হাতে তুলে নিয়েই তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং আগামী দিনে দলের একাধিক দুর্নীতি ফাঁস করার বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন।
তৃণমূলে যোগ দিয়েই রাহুল লোহার স্পষ্ট জানিয়েছেন, এলাকার মানুষের জন্য উন্নয়নের কাজ করতে চেয়েই তিনি দল বদল করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমি বিজেপির নিচু তলার কর্মী ছিলাম। কিন্তু দলের সাংসদ-বিধায়করা এলাকার মানুষের জন্য কোনও উন্নয়ন করছেন না। এর ফলে আমাদের মতো নিচু তলার কর্মীদেরই মানুষের কাছে জবাব দিতে হচ্ছে।” তিনি সরাসরি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে নিশানা করেন।
রাহুল লোহারের আরও বড় অভিযোগ, তিনি আগামী দিনে বিজেপির একাধিক দুর্নীতি ফাঁস করবেন। তাঁর দাবি, বিজেপির সাংসদ-বিধায়করা কীভাবে ‘জীবিত মানুষকে মৃত ঘোষণা’ করছেন, সেই তথ্যও তিনি সামনে আনবেন।
প্রসঙ্গত, মনোজ টিগ্গা সাংসদ হওয়ার পর মাদারিহাট বিধানসভায় যে উপনির্বাচন হয়েছিল, সেখানে বিজেপি রাহুল লোহারকে প্রার্থী করেছিল। যদিও সেই নির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এর মাধ্যমেই প্রথমবার মাদারিহাটে জয়ের মুখ দেখেছিল তৃণমূল। এবার রাহুল লোহারের মতো পরিচিত নেতাকে দলে এনে তৃণমূল উত্তরবঙ্গে আরও শক্তিশালী হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল নেতা প্রকাশ চিকবড়াইক জানান, “সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি কোনও কাজ করে না, সেই কারণেই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মনোজ টিগ্গা একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত।” তিনি আরও বলেন, পুজোর মরসুম থাকায় রাহুলের যোগদান স্থগিত রাখা হয়েছিল, লক্ষ্মীপুজোর পরই তাঁকে তৃণমূলে যোগদান করানো হলো।
ভবিষ্যতে তৃণমূলের প্রার্থী হবেন কিনা-এই প্রশ্নের জবাবে রাহুল লোহার জানিয়েছেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত।
রাহুল লোহার দলবদল আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে চা বলয়ে তৃণমূলের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন বিজেপির বিরুদ্ধে “প্রতিশ্রুতি ভঙ্গ” ও “চা শ্রমিকদের উন্নয়নে ব্যর্থতা”র অভিযোগ উঠছে বারবার।